বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত দশজন আহত হয়েছেন। তাদের নিকটস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় আট নাম্বার গেটের সামনে তিনি সাংবাদিকদের এসব তথ্য দেন।
তিনি বলেন, এই ঘটনায় আমরা শুনেছি আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে আমরা একজন অফিসারকে সেই হাসপাতালে পাঠিয়েছি। ঘটনাস্থলের শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির বিভিন্ন ইউনিটের পাঁচ হাজার পুলিশ সদস্য কাজ করছে বলেও জানান এ ককর্মকর্তা।
এদিকে বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আনুমানিক এক হাজার আনসার সদস্য ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসময় কর্তব্যরত অবস্থায় এখন পর্যন্ত ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের দ্রুত সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে উত্তর জোন কমান্ডার মো: গোলাম মৌলাহ তুহিন জানান, আনসার সদস্যরা অগ্নিকাণ্ডের প্রাথমিক মুহূর্তেই আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঘটনাটির সার্বিক তদারকি করছে এবং আহত সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।