ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পার্সারকে আটক করেছে কাস্টমস। এ ঘটনায় ওই পার্সারকে গ্রাউন্ডেড করেছে বিমান।
কাস্টমস সূত্র জানায়, সোমবার (১২ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটে ঢাকায় আসেন পার্সার হোসনে আরা। বিমানবন্দর থেকে বের হওয়ায় সময় তার কাছে ১১৭ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনার চুরি পায় কাস্টমস। এ সোনা গোল্ডবার হিসেবে পরিচিত। কিন্তু এ সোনা কেনার কোনো রশিদ দেখাতে পারেননি হোসনে আরা। এছাড়া হোসনে আরার লাগেজে থাকা বেশ কিছু বাণিজ্যিক পণ্যও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ফ্লাইটে থাকা সব এয়ার হোস্টেসকে তল্লাশি করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ. বি. এম রওশন কবীর জাগো নিউজকে বলেন, হোসনে আরাকে এরই মধ্যে গ্ৰাউন্ডেড করা হয়েছে। তার বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তাকে চাকরিচ্যুত করা হতে পারে।
এমএমএ/এমএইচআর/এমএস