শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগায় ঢাকাগামী ৪টি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) মুঠোফোনে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান চলাচলে সাময়িক ব্যাঘাত সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৪টি ফ্লাইট ঢাকা থেকে ডাইভার্ট হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, ২টি ঢাকা থেকে চট্টগ্রামগামী অভ্যন্তরীণ (ডোমেস্টিক) ফ্লাইট, ২টি আন্তর্জাতিক ফ্লাইট, যার মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক টু ঢাকা রুটের ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য টু ঢাকা রুটের ফ্লাইট রয়েছে।
তিনি আরও জানান, সব ফ্লাইট চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুত রাখা হয়েছে।
এর আগ, এদিন হযরত শাহজালালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ১৯টি ইউনিট যোগ হয়ে এখন মোট ২৮টি ইউনিট কাজ করছে।
পরবর্তীতে, ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট ও নৌবাহিনী।
এমআরএএইচ/এএমএ/জেআইএম