সিলেটের শাহপরাণস্থ দরগাহ-ই-হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী পবিত্র ওরস শুরু হচ্ছে বৃহস্পতিবার। বার্ষিক পবিত্র ওরস উপলক্ষে প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশ ও মাজার কর্তৃপক্ষ।
প্রথম দিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে কোরআন খতম, জিকির-আজকারের মধ্যদিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। দ্বিতীয় দিন ভক্ত আশেকানদের মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
মধ্যরাতে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে। হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারের খাদেম সাদিকুর রহমান বলেন, বৃহস্পতিবার থেকে মাজারে দুই দিনব্যাপী ওরস শুরু হবে। ওরস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।
ওরস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
সভায় মাজারের পবিত্রতা রক্ষা, জিয়ারতের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং অইসলামিক কার্যক্রম প্রতিরোধে নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাজার প্রাঙ্গণে কোনো ধরনের অইসলামিক কার্যকলাপ যাতে না ঘটে, সে বিষয়টি নিবিড়ভাবে মনিটর করার জন্য পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়। ওরসকে ঘিরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে সভায় জানানো হয়।
পুলিশ কমিশনার রেজাউল করিম বলেন, পবিত্র ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মাজার এলাকা ও আশপাশে যেন কোনোভাবে নাচ-গান, অশ্লীলতা বা অইসলামিক কোনো কার্যকলাপ না ঘটে- এ বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার জন্য একটি সম্মিলিত তদারকি কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তদারকি কমিটির সদস্য। তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। তারা সার্বক্ষণিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করবেন।
তিনি আরও বলেন, কেউ যাতে কোনোভাবে পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাজার ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে। ওরস সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতাও কামনা করেন পুলিশ কমিশনার।