শাহবাগ মোড় অবরোধ ছাত্রদলের

3 months ago 10
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ অবরোধ করেন তারা। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। এসময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘সাম্যের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন। এদিকে শাহবাগ অবরোধের কারণে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সাম্য হত্যার বিচারের দাবিতে আজ বিকেল ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
Read Entire Article