শাহবাগে বড় স্ক্রিনে দেখানো হচ্ছে হাসিনার গুম-খুনের ডকুমেন্টারি

3 months ago 14

আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি। শুক্রবার (৯ মে) বিকেলে শাহবাগ মোড় ব্লকেড করা হয়। রাতেও সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।

jagonews24

এদিকে রাত সাড়ে ১১টা থেকে সেখানে দেখানো হচ্ছে শেখ হাসিনার শাসনামলের গুম-খুন ও নির্যাতনের ভিডিওচিত্র। শাহবাগ মোড়ের পশ্চিম দিকে এলইডি স্ক্রিনে এ গুম-খুনের প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছে।

jagonews24

এলইডি স্ক্রিনে কখনও ভেসে উঠছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তৈরি ডকুমেন্টারি, কখনও দেখানো হচ্ছে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে চালানো হত্যাযজ্ঞের চিত্র।

jagonews24

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে আগামীকাল শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেল ৩টা থেকে এ গণজমায়েত শুরু হবে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন।

jagonews24

তিনি বলেন, আমাদের শাহবাগের অবস্থান কোনো দলের না এটা জুলাই জনতার। আওয়ামী লীগের সময়ে যারা জুলুমের শিকার, পিলখানার হত্যাযজ্ঞ, শাপলা হত্যাযজ্ঞ, খুনসহ সব নির্যাতনের শিকার হওয়াদের নিয়ে সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে গণজমায়েত হবে।

এএএইচ/এমআইএইচএস

Read Entire Article