শাহবাগে মুখোমুখি শিক্ষার্থী-পুলিশ

3 months ago 31

হঠাৎ করেই শাহবাগে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থানরত পুলিশের সঙ্গে এমন পরিস্থিতি সৃষ্টি হয়।

দুপুর ১২টা থেকেই শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ মোড় অবরোধ করে রাখে। পাশাপাশি পুলিশও শক্তভাবে অবস্থান নেয়। অবরোধ চলাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের একজনের সঙ্গে একজন পুলিশ সদস্যের উচ্চবাচ্য হয়। এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অবস্থানরত পুলিশের দিকে তেড়ে যায়।

তবে আন্দোলনের সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহসহ বেশ কয়েকজন গিয়ে তাদের শান্ত করে। এই প্রতিবেদন লেখা (৫টা ২৫ মিনিট) পর্যন্ত শিক্ষার্থীরা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ্যে করে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিচ্ছে।

আরও পড়ুন
অবরোধে শাহবাগে নেই গাড়ি, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষ
‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’

এছাড়াও শিক্ষার্থীরা ‘পুলিশ দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না’, ‘দালালি না রাজপথ -রাজপথ রাজপথ’, ‘হুমকি দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আপডেট: বিকেল ৫টা ৪০ মিনিটে মুখোমুখি অবস্থান থেকে পিছু হটেছে পুলিশ।

এমএইচএ/এমএইচআর/জেআইএম

Read Entire Article