শাহবাগের আগুন নিভেছে, দগ্ধ ও আহত ৫ জন ঢামেকের বার্নে

18 hours ago 11

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনে গ্যাসের বেলুন বিস্ফোরণে তিনজন দগ্ধ ও দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধরা হলেন, মো. রিয়াজুল (৫৫), শাওন (২৫) ও মো. ফয়েজ (৩০)। আহত দুজন হলেন- মো. শামীম (৪৫) ও মো. কালু (৩৫)।

এর আগে শনিবার (৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধ ও আহতদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৫৩ মিনিটের দিকে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ ফুলের দোকানগুলোর পাশে একটি টিনশেড ঘরে সিলিন্ডার থেকে গ্যাস ভরে বেলুন বিক্রি করা হয়। রাতে ওই পাঁচজন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। তখন হঠাৎ আগুন ধরে গেলে তারা দগ্ধ ও আহত হন।

আহত শামীম বলেন, শাহবাগে ফজর আলী বেলুন হাউজে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়। আমরা দুজন হালকা আহত হই। পরে নিজেরাই রিকশা নিয়ে হাসপাতালে চলে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শাহবাগ থেকে গ্যাসের বেলুন বিস্ফোরিত হয়ে আহত পাঁচজন ঢাকা মেডিকেলের বার্নে এসেছেন। তাদের মধ্যে রিয়াজুল ১০ শতাংশ, শাওন ১৬ শতাংশ ও ফয়েজের শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। শামীম ও কালু সামান্য আহত হয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের মধ্যে দুজনকে ভর্তি নেওয়া হবে। অন্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর

Read Entire Article