শাহবাগের নাম ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা 

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। জুমার নামাজের পর থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করছেন হাজারো ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম শাহবাগ মোড়ের নাম ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করেন। সমাবেশে ডাকসু ভিপি বলেন, “আজ থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর। যতদিন না ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত হবে, ততদিন আমরা রাজপথ ছাড়ব না।” তিনি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সাধারণ মানুষের ঢল নামে শাহবাগে। কেউ মিছিল নিয়ে, কেউ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দেন। বিক্ষোভকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন প্রতিবাদী ব্যানার। তারা ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা

শাহবাগের নাম ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা 

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। জুমার নামাজের পর থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করছেন হাজারো ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম শাহবাগ মোড়ের নাম ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করেন।

সমাবেশে ডাকসু ভিপি বলেন, “আজ থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর। যতদিন না ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত হবে, ততদিন আমরা রাজপথ ছাড়ব না।” তিনি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সাধারণ মানুষের ঢল নামে শাহবাগে। কেউ মিছিল নিয়ে, কেউ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দেন। বিক্ষোভকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন প্রতিবাদী ব্যানার। তারা ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো—যুগে যুগে লড়ে যাবো’—এমন স্লোগানে শাহবাগ প্রকম্পিত করে তোলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভ ও শোকের আবহ তৈরি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow