আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই তালিকায় শাহরাস্তি-হাজীগঞ্জ (চাঁদপুর-৫) উপজেলা থেকে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নাম ঘোষণা করা হয়েছে। তিনি চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য।
দলীয় একাধিক সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার বিএনপির প্রধান সমন্বয়ক এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মমিনুল হক ওয়ান-ইলেভেনের সময় আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ায় খালেদা জিয়া তাকে নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক দেন। সেবার তিনি পরাজিত হন।
দুই উপজেলার নেতা-কর্মীরা বলছেন, মমিনুল হক তার নির্বাচনী এলাকায় দলীয় অসংখ্যা নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলায় অর্থ ও আইনি সহায়তা দিয়ে পাশে ছিলেন। দলের ক্রান্তিকালে রাজনীতি ও মাঠপর্যায় নেতা-কর্মীদের আঁকড়ে ধরে রাখার পুরস্কার হিসেবে দল তাকে মনোনয়ন দিয়েছেন। তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
গত ২ নভেম্বর রোববার উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে মমিনুল হক বক্তব্যে দিতে গিয়ে বলেছিলেন, বিএনপির কাছে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হবে জামায়াতের প্রার্থী।
সর্বশেষ ২০১৮ সালের বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। সেবার এই আসনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নৌকা প্রতীকে বিজয়ী হন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

                        8 hours ago
                        9
                    








                        English (US)  ·