শাহরুখ না, শাকিবকে নায়ক হিসেবে চান মনিকা

2 weeks ago 8
সম্প্রতি কালবেলার তারাবেলা প্রোগ্রামে উপস্থিত হন রাশিয়ান মডেল মনিকা কবির, যেখানে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। মনিকা জানান, তার জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যা থেকে সহজেই সিনেমার গল্প তৈরি করা যায়। প্রোগ্রামের সময় উপস্থাপিকা মনিকাকে প্রশ্ন করেন, যদি তিনি সিনেমা বানান, তাহলে সেখানে কোন নায়ককে চাইবেন—শাহরুখ খান নাকি অন্য কেউ। উত্তরে মনিকা বলেন, ‘শাহরুখ খান বুড়া হয়ে যাবেন। আমি এত দ্রুত কাজ শুরু করতে চাই না। একবার যদি সিনেমা নিয়ে কাজ শুরু করি, তবে দীর্ঘ সময় ধরে কাজ করব। এখন ততদিন পর্যন্ত শাহরুখ অবশ্যই অপেক্ষা করবেন না।’ এরপর উপস্থাপিকা প্রশ্ন করেন, বাংলাদেশি কোনো নায়কের সঙ্গে কাজ করতে চান কি না। মনিকা কিছুটা ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘আছে একজন, যিনি বিদেশি নায়িকাদের সঙ্গে অভিনয় করেন।’ এতেই যেন ভক্তরা বুঝতে পারেন, এই মডেল ঠিক কোন নায়কের কথা বলছেন। মনিকা জানান, শাকিব খান ঢালিউডের সুপারস্টার, যিনি বহু বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করেছেন এবং এসব সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়েছে। এ কারণে তিনি মনে করেন, শাকিবের সঙ্গে কাজ করা তার জন্য ভালো হবে।
Read Entire Article