শাহানাজ শিউলীর কবিতা: অভিমান

1 day ago 6

এই আমি হারিয়ে যেতে চাই ভীষণ অভিমানে
একাকিত্বকে সাথী করে
অভিমানের সারথি তুমি
তোমাকে যখন তীব্র অনুভব করি
তখন রাতের একলা ঘরে নিদ্রাহীন জানালায়
শিক ধরে কাঁদি।

ইচ্ছে করে ভালোবেসে পুড়ে যায় লোবানের মতো
প্রেমের আবেগকে সমাধি করে
জ্বলন্ত লাল কয়লার মতো পুড়তে ইচ্ছে করে
প্রেমের দহন জ্বালায় প্রাণ ভরে পান করতে
ইচ্ছে করে বিষের অমৃত সুধা
নিষ্প্রভ, স্থির, নির্বাক সেই হেমলকের বিষ
ঠিক যেন সক্রেটিসের মতো।

এসইউ/জেআইএম

Read Entire Article