শাহীন ঝড়ে বাঁচা-মরার ম্যাচে লড়াকু সংগ্রহ পাকিস্তানের

15 hours ago 8
এশিয়া কাপ ২০২৫–এর বাঁচা–মরার ম্যাচে এক সময় ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে ছিল পাকিস্তান। কিন্তু শেষ ওভারে শাহীন শাহ আফ্রিদির ঝোড়ো ব্যাটিং আর ফখর জামানের দায়িত্বশীল অর্ধশতকে ভর করে শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ গড়ল দলটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমে ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৬/৯। টসে হেরে ব্যাটিংয়ে নামতেই ধাক্কা খায় পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক প্রথম দুই ওভারেই তুলে নেন সাইম আয়ুব (০) ও সাহিবজাদা ফারহানকে (৫)। মাত্র ৯ রানেই দুই ওপেনার ফিরে গেলে চাপ তৈরি হয় ‘গ্রিন শার্টস’-দের ওপর। সেখান থেকে অধিনায়ক সালমান আলি আগা ও অভিজ্ঞ ফখর জামান তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। তবে বেশি দূর এগোতে পারেননি সালমান (২০ বলে ২ চারে ২৭)। অন্যপ্রান্তে ফখর খেলেন ইনিংসের সেরা ৫০ রান (৩৬ বলে ২ চার, ৩ ছক্কা)। ফখরের বিদায়ের পর শুরু হয় ধস। মুহূর্তেই ১১০/৭ হয়ে পড়ে পাকিস্তান। উইকেটরক্ষক মোহাম্মদ হারিস কিছুটা লড়াই করলেও (১৮), আসল রং দেখান শাহীন আফ্রিদি। নম্বর ৯–এ নেমে তিনি খেলেন ১৪ বলে অপরাজিত ২৯ রানের ঝোড়ো ইনিংস, সাজানো ছিল ৩ চার ও ২ ছক্কায়। তার ব্যাটেই ইনিংসের একেবারে শেষ মুহূর্তে পাকিস্তান পেরিয়ে যায় ১৪০ রানের গণ্ডি। ইউএই বোলারদের মধ্যে দাপট দেখিয়েছেন জুনায়েদ সিদ্দিক—৪ ওভারে মাত্র ১৮ রান খরচে ৪ উইকেট। তাকে ভালো সঙ্গ দেন সিমরনজিৎ সিং (৩ উইকেট) ও ধ্রুব প্রকাশর (১ উইকেট)।
Read Entire Article