প্রত্যন্ত গ্রামের রাস্তার পাশে টিনের ছাউনি দিয়ে এক চিলতে জীর্ণ একটি ছাপরা ঘর। যার এক পাশে টিনের বেড়া দেওয়া থাকলেও তিন দিকে ফাঁকা। সেই ঘরের একটি খুঁটির সঙ্গে দুই হাত আর পায়ে শিকলে বাঁধা অবস্থায় লেপ কাঁথার স্তূপের উপর বসে আছে মানসিক ভারসাম্যহীন মেহেরুল (৩৬)। তীব্র শীত কিংবা ঝড় বৃষ্টির মধ্যেও দিনের পর দিন এভাবেই পরে থাকতে হয় মেহরুলের। কয়েক বছর ধরে কষ্ট আর যন্ত্রণায় এভাবেই জীবন যাপন... বিস্তারিত