চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর ছাত্র জনতার তোপের মুখে কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া। দীর্ঘদিন পরে তিনি এলাকার বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে শনিবার (২৪ মে) সকাল ৯টায় পুনরায় যোগদান করতে কলেজে আসেন।
এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশসহ বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাববিজ্ঞানের শিক্ষক আবু সাইদ বিজয়ের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেটি হট্টগোল ও মারামারিতে রূপ নেয়। এতে কলেজের শিক্ষক আবু সাঈদ বিজয়, কামরুন নাহার, শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৭ জনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা সহকারী কমিশনার নিরুপম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ অলি উল্ল্যাহসহ সেনাসদস্যরা ঘটনাস্থলে যান।
আহত শিক্ষক আবু সাঈদ বিজয় জানান, কলেজ গভর্নিং বডির সভাপতির মাধ্যমে অধ্যক্ষ যোগদান করার নিয়ম। তিনি তা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি ও আমার সহকর্মী এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।

এ বিষয়ে যোগদান করতে আসা অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া জানান, আমি যোগদান করতে এলে উপাধ্যক্ষকে পাইনি। ৫ আগস্টের আগে থেকে উপাধ্যক্ষ বিভিন্নভাবে আমাকে হয়রানি করে আসছেন। তিনি উপস্থিত না থেকে পরিস্থিতি ঘোলাটে করেছেন। এ ঘটনায় তিনি কোনো রাজনৈতিক প্রভাব খাটাননি বলেও দাবি করেন।
উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম বলেন, অধ্যক্ষ যোগদানের বিষয়ে কলেজের ভেতরে কোনো হট্টগোল বা মারামারি হয়নি। তবে কলেজের বাইরে সিএনজি স্ট্যান্ডে মারামারি হয়েছে শুনেছি। এতে কেউ আহত হয়েছেন কিনা আমার জানা নেই।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে কোনো পক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শরীফুল ইসলাম/এমএন/জেআইএম

5 months ago
11









English (US) ·