শিক্ষককে স্কুলের গেটে পেটালেন যুবদল নেতা

3 hours ago 5

গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষককে বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এসময় ওই শিক্ষককে রক্ষা করতে গিয়ে বিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষার্থীও হামলার শিকার হন।

ভুক্তভোগী মো. বসির উদ্দিন চন্দ্রা ত্রিমোড় এলাকার বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার সহকারী শিক্ষক।

পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষকরা জানান, উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে বসির উদ্দিন ও প্রধান শিক্ষক আনন্দ কুমার গল্প করছিলেন। এসময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদল কর্মী রাকিব হাসান ও তাজিদ মিয়া লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন। পরে সহকারী শিক্ষক বসির উদ্দিনকে জোরপূর্বক ধরে নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এলোপাথাড়ি মারধর করেন। এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহামেদ সজিব দেখতে পেয়ে রক্ষা করতে গেলে তাকেও এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে বিদ্যালয়ের দফতরিসহ আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার বলেন, যুবদল নেতা রাশেদুল ইসলাম রনি, রাকিব হোসেনসহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করে জোরপূর্বক ওই শিক্ষককে ধরে নিয়ে যায় এবং বেদম মারধর করে।

এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি বলেন, ওই শিক্ষক আওয়ামী লীগের রাজনীতি করতো, যার কারণে তাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান বলেন, যুবদলের কোনো নেতা শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জামিল হোসেন বলেন, শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে তাকে বিতাড়িত করতে চায় একটি পক্ষ। তারই জের ধরে যুবদলের কিছু লোক ওই শিক্ষককে মারধর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

Read Entire Article