শিক্ষা অফিসে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

4 weeks ago 20

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নুরুল ইসলাম (৬০) নামের এক নৈশপ্রহরীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার কোল গয়লা মহল্লার বাসিন্দা। তিনি প্রায় ৩০ বছর ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, এটি আত্মহত্যা না হত্যা তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক বলেন, ‘আমরা বৃহস্পতিবার (২৮ মার্চ) একসঙ্গে অফিস করেছি। সে নৈশপ্রহরী হওয়ায় প্রতিদিন অফিসেই থাকতো। আজ সন্ধ্যার দিকে অফিসে গিয়ে তার জানালার দিকে তাকিয়ে দেখি, রুমের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। পরে স্যারকে বিষয়টি জানিয়েছি।’

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ জাগো নিউজকে বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবেন।

এম এ মালেক/এসআর/এএসএম

Read Entire Article