আসন্ন বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ তথা মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। পাশাপাশি ডাকসুসহ সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ছাত্র সংগঠনটি।
সোমবার (২৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয় মিছিল। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাপনী সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালমান সিদ্দিকী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ। বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি সঞ্জয় কান্ত দাশ এবং ঢাবি শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক।
- আরও পড়ুন
চুরির অপবাদে ঢাবি শিক্ষার্থীকে মারধর, দোকানিকে পুলিশে সোপর্দ
জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব: আলী রীয়াজ
এসময় মোজাম্মেল হক বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের আকাঙ্ক্ষা থাকলেও বিচারহীনতার সংস্কৃতিই একের পর এক ঘটনার জন্ম দিয়েছে। শেখ হাসিনার মোটিফ পোড়ানো, নারী শিক্ষার্থীকে হেনস্তা, সাম্য হত্যাকাণ্ড- এসব ঘটনার বিচার না হওয়াই পরবর্তী ঘটনার পথ তৈরি করেছে। গণতান্ত্রিক পরিবেশ গড়তে ছাত্র সংসদ নির্বাচন জরুরি।
সঞ্জয় কান্ত দাশ বলেন, গত ১৫ বছরে ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারত্ব, গণরুম, গেস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। আওয়ামী আমলে তৈরি হওয়া ‘জাতীয় শিক্ষাক্রম-২০২১’ শিক্ষাব্যবস্থা ধ্বংসের পথে ঠেলে দেয়। কিন্তু আজও কোনো ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠিত হয়নি। নতুন সরকারও একই নীতি অনুসরণ করছে।
সমাপনী বক্তব্যে সালমান সিদ্দিকী বলেন, আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের দাবি জানিয়ে আসছে। গবেষণায় বরাদ্দ অপ্রতুল, একাডেমিক ভবনের অভাব, আবাসন সংকট, বেতনবৃদ্ধিসহ নানান সমস্যায় জর্জরিত শিক্ষাব্যবস্থা। ছাত্র সংসদই এসব বিষয়ে প্রতিনিধিত্ব করতে পারে।
এফএআর/কেএসআর