শিক্ষাখাতে বিপ্লব ঘটিয়েছিলেন খালেদা জিয়া: ব্যারিস্টার ইউসুফ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সিংড়ায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থাওইল স্কুল মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী তিনি বলেন, শিক্ষাখাতে বাংলাদেশে বিপ্লব ঘটিয়েছিলেন চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশেষত নারী শিক্ষায় তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন, তার সুফল এখন দেশের ঘরে ঘরে পৌঁছেছে। মেয়েদের শিক্ষায় ভাতা, উপবৃত্তি, স্কুল-কলেজ প্রতিষ্ঠা, নারী শিক্ষার প্রসারে বিশেষ প্রকল্প এসব ছিল তাঁর দূরদৃষ্টির ফসল। বর্তমান সংকট কাটিয়ে একটি শিক্ষিত, বৈষম্যমুক্ত জাতি গড়তে প্রয়োজন ৩১ দফা বাস্তবায়ন। তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক নয়, এটি রাষ্ট্র মের

শিক্ষাখাতে বিপ্লব ঘটিয়েছিলেন খালেদা জিয়া: ব্যারিস্টার ইউসুফ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সিংড়ায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থাওইল স্কুল মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী তিনি বলেন, শিক্ষাখাতে বাংলাদেশে বিপ্লব ঘটিয়েছিলেন চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশেষত নারী শিক্ষায় তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন, তার সুফল এখন দেশের ঘরে ঘরে পৌঁছেছে। মেয়েদের শিক্ষায় ভাতা, উপবৃত্তি, স্কুল-কলেজ প্রতিষ্ঠা, নারী শিক্ষার প্রসারে বিশেষ প্রকল্প এসব ছিল তাঁর দূরদৃষ্টির ফসল। বর্তমান সংকট কাটিয়ে একটি শিক্ষিত, বৈষম্যমুক্ত জাতি গড়তে প্রয়োজন ৩১ দফা বাস্তবায়ন।

তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক নয়, এটি রাষ্ট্র মেরামতের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, অর্থনীতি স্বস্তি পাবে এবং প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত হবে।

রামানন্দ খাজুরা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রেবেকা বেগমের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও শিল্পপতি আমিনুল ইসলাম কুহেল। তিনি বলেন, বিএনপি জনগণের দল। আজ দেশের সাধারণ মানুষ ন্যায়ের জন্য বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণের এই প্রত্যাশাকে সামনে রেখে ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের আরও সংগঠিত হতে হবে।

এসময় সিংড়া উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পান্না সরকার, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিল্টন আলী, মামুন, সাদ্দাম উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow