শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে বললো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

2 weeks ago 14

রাজধানীর ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত ক্যাম্পাস। অযোগ্যদের পদ দেওয়ায় বঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে উল্লেখ করে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (২৫ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও কবি নজরুল কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল থেকে অস্থিরতা বিরাজ করছে। এরই মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি শো-ডাউনে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে। এ ঘটনার সূত্র ধরে এই কলেজগুলোর আশপাশের এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় কলেজগুলোর শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ অনিশ্চিত হয়ে পড়েছে। একই সঙ্গে কলেজগুলোতে ফ্যাসিবাদী আমলের মতো পুনরায় সংঘাতময় পরিস্থিতি দেখে ভীত হয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।

আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার নিরবচ্ছিন্ন পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের স্বাধীন চলাফেরায় বাধাদানের বিপক্ষে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে কোনোভাবেই সংঘাতময় পরিবেশ যেন সৃষ্টি না হয়, সেজন্য সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

একই সঙ্গে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এনএস/এমআরএম/এএসএম

Read Entire Article