শিক্ষার্থীদের ওপর হামলা: সাবেক এমপি মোতালেবের বিরুদ্ধে মামলা

1 month ago 20

চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাবেক সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের বিরুদ্ধে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগে এ মামলা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে লোহাগাড়া থানায় মামলা করেন মো. ফারুকুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তি। বাদী ফারুকুল লোহাগাড়া থানার আধুনগর ইউনিয়নের নূর হোসেন চকিদারপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে। মামলায় এম এ মোতালেব বাদেও আরও ২৪৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় এজাহারনামীয়দের মধ্যে আরও রয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক প্রমুখ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মামলার বিষয়টি জানা যায়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই দুপুরে লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ছিল। ওই অবস্থান কর্মসূচিতে (তৎকালীন) এমপি এম এ মোতালেবের নির্দেশে আসামিরা আগ্নেয়াস্ত্র, ককটেল ও পেট্রোলবোমা নিয়ে হামলা চালান। এ সময় বাদীসহ বেশ কয়েকজন আহত হন।

এমডিআইএইচ/কেএসআর/জিকেএস

Read Entire Article