শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিতে হবে : মাদ্রাসার ডিজি

5 hours ago 6

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমান বলেছেন, ছাত্র-ছাত্রীদের পাঠ্যবইয়ের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিতে হবে। এ জন্য শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদানের আহ্বান জানাই।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুর শাহপীর কল্লা শহীদ (র.) দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, একসময় শিক্ষকরা সরকার থেকে বেতন পেতেন না। জিয়াউর রহমান শিক্ষকদের জন্য ৩০% বেনিফিট চালু করেন। ২০০২ সালে খালেদা জিয়া সরকার গঠন করার পর শিক্ষকদের ১০০% পে স্কেল ঘোষণা করেন। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এই দুই রাষ্ট্রপ্রধানের অবদান অস্বীকার করা যাবে না।

মাদ্রাসার সভাপতি এসএম শাহজাদা খাদেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, আখাউড়া প্রেস ক্লাবের সহসভাপতি কাজী হান্নান খাদেম প্রমুখ। 

এ সময় আরও উপস্থিতি ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. কফিল উদ্দিন, খড়মপুর মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম, অভিভাবক সদস্য মো. আতিকুর রহমান খাদেম, খড়মপুর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম প্রমুখ। 

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মুফতি কেফায়েতুল্লাহ মাহমুদী স্বাগত বক্তব্যে মাদ্রাসা পরিদর্শনে আসায় প্রধান অতিথিকে কৃতজ্ঞা জানান। মাদ্রাসাটিতে বিজ্ঞান শাখা চালু, কামিল শ্রেণিতে উন্নীতকরণ এবং দাখিল পরীক্ষার কেন্দ্র চালু করাসহ কিছু দাবি তুলে ধরে বক্তব্য দেন। 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান মাদ্রাসাটিকে কামিল শ্রেণি পর্যন্ত উন্নীতকরণ ও মাদ্রাসায় বিজ্ঞান শাখা চালু প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে উপজেলা স্কাউটস প্রধান অতিথিকে ফুলের দিয়ে সম্মাননা জানান।

উল্লেখ্য, মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. হাবিবুর রহমান আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল গ্রামের কৃতী সন্তান।

Read Entire Article