শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে এক শিক্ষার্থীর মারা যায়। সহপাঠীর মৃত্যুর জেরে খুনিদের শাস্তির দাবিতে ফার্মগেটের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় সহপাঠীর খুনির শাস্তি দাবিতে নানা স্লোগান দেন তারা।  নিহত শিক্ষার্থী তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের সাকিবুল হাসান রানা। তিনি বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের ছাত্র ছিলেন। বুধবার রাজধানীর মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে সাকিবুলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন। শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি ক্যশৈনু বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আছি। সড়ক আটকে সহপাঠীর খুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদের সড়ক ছেড়ে কলেজের পাশে বিক্ষোভের জন্য বুঝিয়ে বলার চেষ্টা করছি। পুলিশ সূত্র জানায়, ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট
রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে এক শিক্ষার্থীর মারা যায়। সহপাঠীর মৃত্যুর জেরে খুনিদের শাস্তির দাবিতে ফার্মগেটের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় সহপাঠীর খুনির শাস্তি দাবিতে নানা স্লোগান দেন তারা।  নিহত শিক্ষার্থী তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের সাকিবুল হাসান রানা। তিনি বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের ছাত্র ছিলেন। বুধবার রাজধানীর মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে সাকিবুলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন। শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি ক্যশৈনু বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আছি। সড়ক আটকে সহপাঠীর খুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদের সড়ক ছেড়ে কলেজের পাশে বিক্ষোভের জন্য বুঝিয়ে বলার চেষ্টা করছি। পুলিশ সূত্র জানায়, ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকশ শিক্ষার্থী। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। এর আগে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আহত তিনজন হলেন— সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪-২৫), হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪-২৫) ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫-২৬)। তাদের মধ্যে সাকিবুল হাসান রানার মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow