শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই দিল জনতা

2 hours ago 4
চট্টগ্রামে স্কুলের গেট বন্ধ করে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে এক প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। প্রায় দুই ঘণ্টা তাকে আটকে রেখে শেষ পর্যন্ত তুলে দেওয়া হয় পুলিশের হাতে।  বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় নগরের চান্দগাঁও থানার মোহরা পাইলট একাডেমি স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশের হাতে আটক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম দেদুল বড়ুয়া।  প্রত্যক্ষদর্শীরা জানান, দেদুল বড়ুয়া চান্দগাঁও থানার মোহরা এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। স্থানীয়রা জানান, দুপুর দুইটায় দেদুল বড়ুয়া স্কুলের প্রধান ফটক বন্ধ করে ওই নারী শিক্ষককে ধর্ষণ করেন। এসময় ওই শিক্ষিকাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষক দেদুল বড়ুয়াকে পুলিশে দেওয়া হয়। ওই নারী শিক্ষক একই স্কুলে শিক্ষকতা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভির আহমেদ। তিনি বলেন, এলাকাবাসী ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে দুই ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষক দেদুল বড়ুয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা ভুক্তভোগী নারী শিক্ষককে খবর দিয়েছি। তিনি আসলে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article