শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করল পুলিশ

3 hours ago 5
সাতক্ষীরায় চুরি যাওয়া এক শিক্ষিকার ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) উদ্ধারকৃত জিনিসপত্র মালিকের হাতে তুলে দেওয়া হয়। জেলা পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলামের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খানের সার্বিক তদারকিতে এ অভিযান পরিচালিত হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকায় শিক্ষিকা জারিন তাসনিমের বাড়ি থেকে একটি এইচপি (HP) ল্যাপটপ ও একটি পোকো (Poco) মডেলের মোবাইল চুরি হয়। পরে পুলিশের পরামর্শে তিনি গত ১৮ অক্টোবর সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।  অভিযোগের ভিত্তিতে সদর থানার ওসি শামিনুল হক ওইদিনই মামলা রুজু করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সদর থানাধীন কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নি.) পিংকু মণ্ডলকে। পরে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খানের তত্ত্বাবধানে, কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক পিয়ার আলীর নেতৃত্বে এসআই পিংকু মণ্ডল ও এএসআই মো. বোরহান শেখ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালান। ওই দিনই (১৮ অক্টোবর) পুলিশ রসুলপুর এলাকার মো. নাজমুল শেখ ওরফে শিমুলকে গ্রেপ্তার করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি হওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়। পরে আসামিকে আদালতে পাঠানো হয়। সোমবার আদালতের নির্দেশে উদ্ধার এইচপি ল্যাপটপ ও মোবাইল প্রকৃত মালিক শিক্ষিকা জারিন তাসনিমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বলেন, জেলা পুলিশ প্রযুক্তি-নির্ভর তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Read Entire Article