সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পরিবহনমন্ত্রী বাহা আল-দিন শর্ম বলেছেন, সিরিয়া আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা খুলে দেবে। তিনি বলেন, আমরা বেসামরিক বিমানবন্দরগুলোকে প্রস্তুত করার জন্য কাজ করছি। খবর আল জাজিরার।
রাজধানী দামেস্ক এবং আলেপ্পো শহরে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পুনরায় চালু করার তারিখও কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে বলেও উল্লেখ করেন বাহা আল-দিন শর্ম।
বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটির ক্ষমতা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে দেশটিতে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া’ নিশ্চিত করার লক্ষ্যে একমত হয়েছে আট আরব দেশ। শনিবার (১৪ ডিসেম্বর) জর্ডানের আকাবা শহরে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেন দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা।
সৌদি আরব, জর্ডান, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, নতুন সিরীয় সরকারে ‘সব রাজনৈতিক ও সামাজিক শক্তির’ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ‘জাতিগত, সাম্প্রদায়িক বা ধর্মীয় বৈষম্য’ রোধের এবং ‘সব নাগরিকের জন্য ন্যায়বিচার ও সমতা’ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।
বিবৃতিতে বলা হয়, সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়াকে জাতিসংঘ ও আরব লীগের সহযোগিতায় এগিয়ে নিতে হবে। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৫৪-এর আলোকে পরিচালিত হবে, যেখানে একটি আলোচনাভিত্তিক সমাধানের রূপরেখা উল্লেখ করা হয়েছে।
অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বিদ্রোহীদের সঙ্গে ‘সরাসরি যোগাযোগ’ করেছে যুক্তরাষ্ট্র। এটি এইচটিএসের সঙ্গে মার্কিন প্রশাসনের সরাসরি যোগাযোগের প্রথম স্বীকৃতি। যদিও যুক্তরাষ্ট্র এখনো এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।
- আরও পড়ুন:
- সিরিয়ায় ইতিহাসের বৃহত্তম হামলা ইসরায়েলের, ধ্বংস নৌবহর
- সিরিয়ায় আসাদের পতনে যেভাবে লাভবান হচ্ছে ইসরায়েল
ব্লিঙ্কেন জানিয়েছেন, ওয়াশিংটন এইচটিএসের সঙ্গে যোগাযোগ করেছে। সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টিসের ভাগ্য নিয়েও কথা হয়েছে তাদের।
টিটিএন