শিগগির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হবে: ট্রাম্প

1 month ago 15

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগির তার দেখা হতে পারে। এরই মধ্যে মার্কিন এবং রুশ কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার জন্য সৌদি আরবে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখনও এই বিষয়ে সময় নির্ধারিত হয়নি। তবে এটা খুব শিগগির হবে। চলতি সপ্তাহেই সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন এবং রুশ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প বৈঠকের নির্দিষ্ট তারিখ জানাননি, তবে এটি শিগগির হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও (এসবিএস) এতে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

এদিকে চলতি মাসেই পুতিনের সঙ্গে বৈঠক হবে কি না সে বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, এটা শিগগির হবে। কী ঘটতে যাচ্ছে সেটা সবাই দেখতে পাবেন।

ট্রাম্প জানান, তার বিশ্বাস পুতিন এই যুদ্ধ শেষ করতে চান। তাদের শক্তিশালী অস্ত্র আছে। আপনাকে এটা বুঝতে হবে যে, তারা হিটলারকে পরাজিত করেছিল এবং তারা নেপোলিয়নকেও পরাজিত করেছিল। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে। তারা আগেও এটা করেছে। আমি মনে করি পুতিন এখন লড়াই বন্ধ করতে চান।

পুতিন পুরো ইউক্রেনের দখল নিতে চান বলে ট্রাম্প মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা তার কাছে আমারও প্রশ্ন। তিনি যদি এমনটা করেন, তবে আমরা অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাব। আমি মনে করি, তিনি এর অবসান চান এবং তারা দ্রুতই এটা শেষ করতে চান। তারা দুজনই এটা চান।

রোববার শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন যে, পুতিন গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ফোনে আলাপকালে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই শীর্ষ মার্কিন কূটনীতিক সতর্ক করেছেন যে, রাতারাতিই এই সংঘর্ষের সমাধান হয়ে যাবে না।

সিবিএসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, এখন এটা স্পষ্ট যে এটা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে শেষ করতে হবে। সুতরাং পরবর্তী কয়েক সপ্তাহ এবং পরবর্তী দিনগুলোই নির্ধারণ করবে যে, এটা গুরুতর কিনা।

তিনি বলেন, একটি ফোনকলেই শান্তি প্রতিষ্ঠা হবে না। এই যুদ্ধের মতো একটি জটিল পরিস্থিতি একটি ফোনকলেই সমাধান হয়ে যাবে না।

আরও পড়ুন:

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে বসতে চলেছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করার কথা জানানোর পরেই ইউরোপীয় নেতারা ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসার কথা জানান।

টিটিএন

Read Entire Article