মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ভেনেজুয়েলায় স্থল অভিযান চালাতে পারে। খবর শাফাক নিউজের।
বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা এখনো কোনো বোমারু বিমান মোতায়েন করিনি, তবে খুব শিগগির ভেনেজুয়েলায় স্থল অভিযান হতে পারে।
এর আগে, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় দুটি সামরিক অভিযান চালায়। যুক্তরাষ্ট্র দাবি করে, এসব অভিযান ছিল সহিংস মাদক চক্র ও নারকোটেররিস্টদের বিরুদ্ধে।
ট্রাম্পের এই মন্তব্যে লাতিন আমেরিকার রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি ওয়াশিংটনের কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
একই সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পশ্চিম তীর দখল পরিকল্পনা সমর্থন করবে না। তিনি বলেন, ইসরায়েল পশ্চিম তীর নিয়ে কিছুই করবে না।

1 week ago
15









English (US) ·