শিঙাড়া খেয়ে বিল দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

1 day ago 5

ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাবেক কাউন্সিলরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে পৌরসভার গুনবহা তালতলা বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৩ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শিঙাড়া খাওয়ার বিল দেওয়া নিয়ে পৌরসভার তালতলা বাজারে হোটেল ব্যবসায়ী বিল্লাল মল্লিকের সঙ্গে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ফরিদ হোসেন মোল্যার ছেলে রাহুল মোল্যার (২৩) কথা-কাটাকাটি হয়। এরই জেরে বিল্লাল মল্লিকের হোটেলে ভাঙচুর চালান রাহুল ও তার সহযোগী কয়েকজন।

শিঙাড়া খেয়ে বিল দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

ঘটনার পর ফরিদ আহমেদ বিষয়টি জানতে পেরে ক্ষতিপূরণ বাবদ বিল্লাল মল্লিককে দুই হাজার টাকা দেন। বিল্লাল সে টাকা না নিয়ে শনিবার (১১ জানুয়ারি) সালিশে বসার কথা বলেন। সালিশ বৈঠকে বসার আগেই এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গুনবহা গ্রামের নুরুল হক মল্লিকের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির মল্লিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফরিদ হোসেন মোল্যার সমর্থকদের সঙ্গে বিতণ্ডায় জড়ায়। পরে দুই পক্ষই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় আওয়ামী লীগ নেতা নাসির মল্লিকের ভাই ওমর মল্লিক ও ফরিদ কাউন্সিলের সমর্থক দুলু শেখের ছেলে রাজা শেখ মারাত্মক আহত হন। তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মী সিরাজুল ইসলাম হামলায় আহত হন। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহত জাকারিয়া মাহমুদ বলেন, ফরিদ কাউন্সিলের ছেলে বিল্লালের দোকান থেকে শিঙাড়া খেয়ে বিল না দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে।

শিঙাড়া খেয়ে বিল দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

নাসির মল্লিক জাগো নিউজকে বলেন, ‘আমার ভাই বিল্লালের সঙ্গে রাহুলের লেনদেন ছিল। বিল্লাল সেই টাকা পরিশোধ করেছে। তারপরও রাহুল শিঙাড়া খেয়ে বিল না দিলে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে শুক্রবার সকালে আমার দলের লোকজনের ওপর হামলা চালায় তারা।’

এ বিষয়ে বিএনপি নেতা ফরিদ হোসেন মোল্যা জাগো নিউজকে বলেন, ‘আমার ছেলে বিল্লালের কাছে পাঁচ হাজার টাকা পায়। সে বিল্লালের দোকান থেকে ২০ টাকার শিঙাড়া খেয়েছিল। সে টাকা না দেওয়ায় কথা-কাটাকাটি হয়।’

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

Read Entire Article