জাতীয় সামার অ্যাথলেটিকসের শেষ দিনে গতকাল দিনভর উত্তেজনায় ভরা। ছিল রোমাঞ্চ, বাদানুবাদ, উত্তপ্ত পরিস্থিতি এবং দিন শেষে সেনাবাহিনীর উৎসব। সন্ধ্যায় যখন সেনাবাহিনী তার ক্রীড়াবিদদের নিয়ে হিপ হিপ হুড়রে বলে ধ্বনি দিচ্ছিল। পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করছিল। সাফল্য অর্জন করায় নৌবাহিনী এসে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে যায়।
দেশের অ্যাথলেটিকস মানেই যেন শিরিন আক্তার এবং ইমরানুর রহমান। এ দুজনই ১০০ মিটার ২০০... বিস্তারিত