সাদা চোখে পরিষ্কার দেখা গেল মহিলাদের ১০০ স্প্রিন্টে নৌবাহিনীর শিরিন আক্তারকে পেছনে ফেলে তার দলেরই সুমাইয়া দেওয়ান ল্যান্ডমার্ক টাচ করে চলে গেছেন এবং তিনি ট্র্যাকে লুটিয়ে পড়েন। ডান হাঁটুতে দুইটা স্পট, কেটে গিয়েছে। সবাই নিশ্চিত হয়ে গেছেন সুমাইয়া দেওয়ান দ্রুততম মানবী হয়েছেন। বিচারকরা নিজেদের মধ্যে আলোচনা করে সুমাইয়ার নাম নির্ধারণ করলেন।
এর মধ্যে ইলেকট্রনিক টাইমিংয়ের রিপোর্ট দেওয়া হলো বিচারক... বিস্তারিত