শিরোপা দৌড় থেকে আরও পিছিয়ে আর্সেনাল

17 hours ago 12

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা প্রায় নিশ্চিত হয়ে গেছে লিভারপুলের। কারণ, শনিবার রাতে আরও পিছিয়ে পড়েছে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল। এভার্টনের মাঠে গিয়ে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে এসেছে তারা।

ম্যাচের ৩৪তম মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ড গোল করে গানারদের এগিয়ে দিলেও লিড ধরে রাখতে পারেনি তারা। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এভার্টনকে সমতায় ফেরান ইলিম্যান এনদিয়ায়ে।

৩১ ম্যাচ শেষে মিকেল আর্তেতার দল আর্সেনালের পয়েন্ট ৬২। এক ম্যাচ কম খেলে, ৩০ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ৭৩। এরই মধ্যে ব্যবধান দাঁড়িয়ে গেছে ১১ পয়েন্টের। লিভারপুল ৩১তম ম্যাচ খেলবে রোববার ফুলহ্যামের বিপক্ষে। ওই ম্যাচে জয় ফেলে ব্যবধান দাঁড়াবে ১৪ পয়েন্টের। লিগে ম্যাচ বাকি থাকবে আর ৭ রাউন্ড। ৩৫ পয়েন্ট নিয়ে এভার্টন আছে ১৪তম স্থানে।

আর্সেনালের গোলদাতা লিয়ান্দ্রো ত্রোসার্ড ম্যাচ শেষে বলেন, ‘খুব কঠিন ম্যাচ ছিল। সাধারণত আমরা ভালো খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে কেন যেন ভালো খেলতে পারিনি। আমরা জানি, এমন পরিস্থিতিতে ফিরে আসা কঠিন। অবশ্যই এ সময় গোল করা প্রয়োজন ছিল। যেটা আমরা পারিনি।’

আইএইচএস/এমকেআর

Read Entire Article