বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে এবং জাপান ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হয়েছে চার দিনব্যাপী ‘মঞ্চ ও পোশাক পরিকল্পনা কর্মশালা’।
বুধবার (২৭ আগস্ট) সকালে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি প্রধান ও দক্ষিণ-পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ প্রথম সচিব কোমিনে কেন। এছাড়াও বক্তব্য দেন জাপানের খ্যাতিমান সেট ও কস্টিউম ডিজাইনার মাসাকো সাজানামি, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের লাইট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা এবং প্রাচ্যনাট স্কুল অব এক্টিংয়ের পরিচালক শহিদুল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রডাকশন, নাটক) ইমাম আব্দুল্লাহ হাকীম।
উদ্বোধনের পর শুরু হয় প্রথম পর্বের কর্মশালা, যেখানে আলোচনায় ছিল সেট ডিজাইন পরিকল্পনা। এই সেশনটি বেলা ২টায় শেষ হয়। পরে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে পোশাক পরিকল্পনা বিষয়ক কর্মশালা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেট ডিজাইন পরিকল্পনা এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পোশাক পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এ কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
কর্মশালার বক্তারা বলেন, নাটকের মঞ্চসজ্জা ও পোশাক পরিকল্পনা শুধু নাটককে জীবন্ত করে তোলে না, দর্শকের অভিজ্ঞতাকেও গভীরতর করে তোলে। সঠিকভাবে পরিকল্পিত মঞ্চ ও পোশাক নাটকের আবহ তৈরি করে এবং শিল্পীর অভিনয়কে আরও শক্তিশালী করে তোলে। এ কারণে নিয়মিত এমন কর্মশালা আয়োজন নাট্যকলা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
উল্লেখ্য, একই আয়োজনে আগামী ১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতেও অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী ‘মঞ্চ ও পোশাক পরিকল্পনা কর্মশালা’, যা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।