গত ঈদুল ফিতরের মতো এবারের ঈদুল আজহাতেও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করতে যাচ্ছে ‘আনন্দ উৎসব’। এতে কাওয়ালির পাশাপাশি থাকবে ব্যান্ডসংগীতের পরিবেশনা। মেহেদী রাঙানোর ব্যবস্থাও করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচার একাডেমির নন্দনমঞ্চে এ উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছে একাডেমির জনসংযোগ বিভাগ।
উৎসবের সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই থাকবে কাওয়ালি গান। পরিবেশন করবেন সমীর কাওয়াল ও তার দল। পরে কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণা শোনাবেন গান। এছাড়া ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’ গানগুলো পরিবেশন করবেন এঞ্জেল নূর।

এরপর সংগীতশিল্পী মিঠুন চক্র শোনাবেন- ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘ওরে সাম্পান ওয়ালা’ গানগুলো। সবশেষে ব্যান্ড সংগীত পরিবেশন করবেন ‘আভাস’ ব্যান্ডের শিল্পীরা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা করা এ আয়োজন সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অংশগ্রহণ করার কথা রয়েছে বলেও জানা গেছে।
এমএমএফ/এএসএম

4 months ago
15









English (US) ·