শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে অনন্য আয়োজন

3 months ago 9

শিশু-কিশোরদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে যশোর ইনস্টিটিউটের সিআরসি ভবনে অনুষ্ঠিত হলো ‘দোলন ছবি আঁকা উৎসব ২০২৫’। শিশু-কিশোরদের সাহিত্য ও শিল্পচর্চাভিত্তিক পত্রিকা দোলনের আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে।

উৎসবের প্রধান অতিথি ছিলেন শিশুসাহিত্যিক ড. শাহনাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক মতাজ উদ্দিন, কবি মঞ্জুয়ারা সোনালী, ছড়াকার মোস্তাফিজুর রহমান মুস্তাক। সভাপতিত্ব করেন সমাজসেবক ও সংগঠক মোহাম্মদ নিয়াজ। স্বাগত বক্তব্য রাখেন দোলনের সম্পাদক কামাল মুস্তাফা। সঞ্চালনা করেন কবি শাহরিয়ার সোহেল।

শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে অনন্য আয়োজন

প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। প্লে থেকে দ্বিতীয় শ্রেণি, তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি, সপ্তম থেকে দশম শ্রেণি বিভাগের বিজয়ীদের জন্য ছিল ১ম, ২য় ও ৩য় পুরস্কার। সব অংশগ্রহণকারীকে ২৮ মে সনদ প্রদান করা হবে। আয়োজনকে ঘিরে অভিভাবক, শিক্ষক এবং শিশুরা দারুণভাবে উচ্ছ্বসিত ছিল।

দোলন সম্পাদক কামাল মুস্তাফা বলেন, ‘এ উৎসব কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি প্রচেষ্টা—শিশুদের স্বপ্ন দেখা ও তা রঙিন করে তোলার।’

এসইউ/এএসএম

Read Entire Article