শিশু ধর্ষণের দায়ে প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন

2 months ago 26

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক হজরত আলীর (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত হজরত আলী সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোর সদরের বাগরুম গ্রামের ১০ বছর বয়সী ভিকটিম স্থানীয় ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষার্থী ছিল। ২০১৮ সালের ৮ জুলাই অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রাইভেট পড়তে যায় ব্র্যাক নিকেতনের শিক্ষিকা সুফিয়া খাতুনের স্বামী হযরত আলীর কাছে। প্রাইভেট পড়া শেষে ওই শিক্ষক শিশুটিকে পরীক্ষার প্রশ্ন দেখানোর প্রলোভন দেখিয়ে তার বাড়ি নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে শিশুর ইচ্ছের বিরুদ্ধে তাকে জোর করে ধর্ষণ করেন। ১২ জুলাই দুপুরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মাকে ধর্ষণের বিষয়টি খুলে বলে। এরপর শিশুর বাবা বাদী হয়ে হজরত আলীকে আসামি করে নাটোর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

হামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আবদুল কাদের জানান, ২০১৮ সালের এই শিশু ধর্ষণ মামলায় আদালত একমাত্র আসামি হজরত আলীর উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Read Entire Article