শিশুকে বলাৎকার, তিন কিশোর গ্রেফতার

3 months ago 92

কিশোরগঞ্জের ভৈরবে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে পৌর শহরের নিউটাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের একজনের বয়স ১৪ বছর। বাকিদের ১২ বছর।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (১১ জুন) বিকেলে ভুক্তভোগী মাদরাসাছাত্র ভৈরব পৌর কবরস্থানের পাশে খেলা করছিল। এসময় পার্শ্ববর্তী এলাকার বখাটে তিন কিশোর ৬০ টাকা দেওয়ার কথা বলে তাদের সঙ্গে যেতে বলে। শিশুটি যেতে অস্বীকৃতি জানায়।

পরে তাকে ফুসলিয়ে ভৈরবপুর উত্তরপাড়া বৈশাখী মাঠের পাশে রেললাইনের নিচে ঝোপে নিয়ে বলাৎকার করে। বর্তমানে শিশুটি কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে। এ ঘটনায় ভুক্তভোগী মাদরাসাছাত্রের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, বলাৎকারের ঘটনায় তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

রাজীবুল হাসান/এসআর/জেআইএম

Read Entire Article