শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ১
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে মো. হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠায় পুলিশ।
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার সদর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া।
গ্রেপ্তার হওয়া মো. হোসেন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকার মৃত সহিদ মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি মঙ্গলবার স্কুল শেষে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার জন্য তার মায়ের অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় ব্যাটারিচালিত অটো রিকশাচালক মো. হোসেন শিশুটিকে তার অটোরিকশায় উঠতে জোর করে। শিশুটি অটোরিকশায় উঠতে অনীহা প্রকাশ করলে অটো রিকশাচালক মো. হোসেন শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার অটোরিকশায় তোলে এবং তার পাশে বসায়।
এ সময় চলন্ত অটোরিকশায় চালক মো. হোসেন শিশুটিকে যৌন নিপীড়ন করে। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন ও পথচারীরা অটোরিকশার গতিরোধ করে শিশুটিকে উদ্ধার করেন এবং অটো রিকশাচালক মো. হোসেনকে আটক করে শিশুটির পরিবারকে খবর দেন।
পরে এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত অটোরিকশা চালককে থানা হেফাজতে নিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া কালবেলাকে বলেন, এ ঘটনায় শিশুটির মা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মো. হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।