শীত আসার আগেই বাইকের যেসব সার্ভিসিং করাবেন

1 day ago 6

 

নভেম্বর মাস হলেও শীতের আমেজ এখনো খুব একটা শুরু হয়নি। তবে রাতের ঠান্ডা জানান দিচ্ছে শীত একেবারেই দোর গোড়ায়। শীতে বাইকের নানান সমস্যা দেখা দিতে পারে। এজন্য আগেই কিছু সার্ভিসিং করিয়ে নিন। এতে শীতের সকালে বাইক স্টার্ট দিতে আর সমস্যা হবে না।

চলুন দেখে নেওয়া যাক কী কী সার্ভিসিং করাতে পারেন-

বাইকের তেল পরিবর্তন
বাইকের মেশিনের কার্যকারিতা বজায় রাখতে নিয়মিত অয়েল পরিবর্তন করা জরুরি। শীতকালে তেল ঘন হয়ে যেতে পারে, ফলে ইঞ্জিনের কার্যকারিতা কমে যায়। বাইকের ম্যানুয়াল অনুযায়ী অয়েল পরিবর্তন করা উচিত। এটি ইঞ্জিনের দীর্ঘস্থায়ীতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যাটারি পরীক্ষা করুন
শীতকালে বাইকের ব্যাটারি কম শক্তি উৎপন্ন করে। বিশেষ করে যদি ব্যাটারির বয়স বেশি হয়, তাহলে শীতকালে এটি ব্যর্থ হতে পারে। তাই ব্যাটারি চার্জিং এবং সংযোগগুলো পরীক্ষা করা উচিত। প্রয়োজন হলে ব্যাটারি পরিবর্তন করুন বা সার্ভিসিং করান।

বাইকের টায়ার চেক
শীতকালে রাস্তায় পানি বা বরফ জমে যেতে পারে, তাই টায়ারের প্রেসার এবং ডিপথ চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম প্রেসারের টায়ার দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। টায়ার ভালো আছে কি না নিশ্চিত করুন। এছাড়া শীতকালে বিশেষভাবে ডিজাইন করা টায়ার ব্যবহার করলে আরও ভালো হবে।

ব্রেক সিস্টেম পরীক্ষা করুন
ব্রেকের কার্যকারিতা শীতকালে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্রেক প্যাড এবং ব্রেক অয়েলের অবস্থা যাচাই করুন। ব্রেক টেস্ট করুন এবং নিশ্চিত করুন যে তারা সঠিকভাবে কাজ করছে। কোন সমস্যা থাকলে তা দ্রুত মেরামত করুন।

ফিল্টার পরিষ্কার
এয়ার ফিল্টার এবং ফুয়েল ফিল্টার বাইকের মেশিনের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। শীতকালে ধুলাবালি কমে যায়, কিন্তু বৃষ্টির সময়ে ময়লা জমতে পারে। তাই ফিল্টারগুলো পরিষ্কার করে নিন এবং প্রয়োজনে পরিবর্তন করুন।

লাইট পরীক্ষা
দিনের সময়ের তুলনায় শীতকালে রাতের সময় তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তাই হেডলাইট এবং টার্ন সিগন্যাল লাইটের কার্যকারিতা পরীক্ষা করা জরুরি। কোনো লাইট ম্যালফাংশন হলে তা দ্রুত প্রতিস্থাপন করুন।

চেইন ও কেবল পরিষ্কার করুন
বাইক চালানোর সময় চেইন এবং কেবলের অবস্থাও গুরুত্বপূর্ণ। চেইনটিকে নিয়মিত পরিষ্কার করুন এবং উপযুক্ত তেল প্রয়োগ করুন। এটি চেইনের জীবনকাল বাড়াতে সাহায্য করবে এবং মসৃণ চালনার জন্য প্রয়োজনীয়।

ফেন্ডার ও ওয়াশার
ফেন্ডার এবং ওয়াশার পরিষ্কার রাখলে ঠাণ্ডার সময় বাইকের অন্যান্য অংশ রক্ষিত থাকে। এসব অংশের অবস্থা ভালো থাকলে বাইককে বরফ ও পানি থেকে রক্ষা করতে সাহায্য করে।

আরও পড়ুন
নতুন বাইক আনলো টিভিএস
এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে রয়্যাল এনফিল্ডের ই-বাইক

Read Entire Article