শীত কবে আসবে, জানাল আবহাওয়া অফিস

1 week ago 10
দেশজুড়ে বইছে শীতের আমেজ। শীতের আগমনী বার্তা হিসেবে প্রকৃতিতে এই আমেজ দেখা দিয়েছে। যার প্রভাবে দেশের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিস বলছে, আর কয়েক দিনের মধ্যেই শিত পড়তে পারে।  বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হচ্ছে, আগামী অন্তত পাঁচদিন পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা কমবে। পূর্বাভাসে সিনপটিক অবস্থা বলছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এরপর শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে একই আবহাওয়া বিরাজ করবে। এ সময়ও তাপমাত্রা সামান্য কমতে পারে।   এছাড়া আগামী পাঁচদিন রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
Read Entire Article