শীত কমেছে, আরও কমতে পারে

1 day ago 8

গত ২ দিন সারাদেশে মাঝারি থেকে তীব্র শীত অনুভূত হয়েছে। আজ (শনিবার) শীতের প্রকোপ কিছুটা কম। গতকাল ১০ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ আওতা কমে ৬ জেলায় নেমেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তাই শীতের প্রকোপ কিছুটা কম থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ হতে পারে উত্তর ও দক্ষিণের কয়েকটি জেলায়।

শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, গতকালের চেয়ে আজ ও কাল শীত কম থাকতে পারে। এই দুদিন তাপমাত্রার পারদ নিচে নামার সম্ভাবনা নেই। তবে এ সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আবারও হ্রাস পেতে থাকবে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকার তাপমাত্রা নেমেছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে।

আরএএস/এমএইচআর/জেআইএম

Read Entire Article