প্রকৃতি বলছে শীতকাল প্রায় এসেই গেছে। বইছে শীতল হাওয়া। দেখা যায় কুয়াশার আভরণ। এই শীতে ভ্রমণও হয়ে ওঠে আরামদায়ক। কেননা শীতকালে ভ্রমণে আরামদায়ক আবহাওয়া, প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ এবং কম ভিড়ে ঘোরাঘুরির সুযোগ পাওয়া যায়।
অন্যদিকে শীতকালে ভ্রমণের কিছু অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলো হলো বেশি ঠান্ডা আবহাওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। যেমন- ঠান্ডা লেগে যেতে পারে। হৃদরোগের ওপর চাপ সৃষ্টি হতে পারে। যাতায়াত ও বসবাসের স্থানে অসুবিধা দেখা দিতে পারে। এমনকি দিনের বেলা আলো কম থাকাও একটা সমস্যা।
শীতকালে সুবিধা
শীতল আবহাওয়া অনেক জায়গায় ঘোরার জন্য আরামদায়ক। এ সময়ে প্রকৃতির নতুন রূপ দেখতে পাওয়া যায়। কুয়াশাচ্ছন্ন ভোরের দৃশ্য বা বরফ ঢাকা প্রকৃতি পর্যটককে বাড়তি আনন্দ দিতে পারে। অনেক জনপ্রিয় পর্যটনকেন্দ্রে শীতকালে ভিড়ও কম থাকে। তবে শীতকালে বিশেষ ধরনের ভ্রমণ সম্ভব। এ সময় বরফ আচ্ছাদিত অঞ্চলে যাওয়া যায়। এ ছাড়া শান্ত ও রৌদ্রোজ্জ্বল স্থানে আরাম করা যায়।
আরও পড়ুন
কাপাসিয়ায় পর্যটন শিল্পের সম্ভাবনা
সিকিমে না গিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখবেন যেভাবে
শীতকালে অসুবিধা
শীতকালের শীতল আবহাওয়া শরীরের জন্য ক্ষতিকর। এটি ঠান্ডা লাগা বা ফ্লুয়ের কারণ হতে পারে। যাদের হৃদরোগ আছে; তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ ছাড়া শীতকালীন ঝড় বা মন্দ আবহাওয়ায় যাতায়াতে সমস্যা হতে পারে। এমনকি গাড়ি দুর্ঘটনা বা অন্য ঝুঁকির সম্ভাবনা বেড়ে যেতে পারে।
অন্যান্য অসুবিধা
শীতকালে দিন ছোট, রাত দীর্ঘ হয়। ফলে দিনের আলোয় ঘোরাঘুরির সময় কমে যায়। তবে কিছু জায়গায় গোসল করা বা অন্য সুবিধা পেতে সমস্যা হতে পারে। অনেক জায়গায় রাতে নিরাপত্তা কমও থাকতে পারে। এমনকি হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে শরীর ঠিকভাবে মানিয়ে নিতে পারে না। যা পর্যটকের জন্য অস্বস্তির কারণ হতে পারে।
এসইউ/জেআইএম

4 hours ago
5








English (US) ·