শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

কুড়িগ্রামের চিলমারীতে তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রির ঘরে। এতে বিপাকে পড়ছেন ছিন্নমূল মানুষ, জবুথবু হয়ে পড়েছে তাদের জনজীবন। ঘন কুয়াশায় দূরপাল্লার যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।  আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, বুধবার (২৪ ডিসেম্বর) জেলায় সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।   সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, গতকয়েক দিন থেকে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে এই অঞ্চলে। ফলে শ্রমজীবী ও ছিন্নমূল যারা রয়েছেন তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। এদিকে এই শীতে শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।  উপজেলার রমনা ইউনিয়নের মাজেদুল ইসলাম বলেন, ‘যে পরিমাণ কুয়াশা আর ঠান্ডা, এখন তো কাজকামে ঠিক ভাবে যাওয়া যায় না৷’  অটোচালক রহিম মিয়া বলেন, ‘ভোর বের হইছি কিন্তু কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে সমস্যা হয়৷ আর এমন ঠান্ডায় যাত্রীও পাওয়া যায় না।’  এ বিষয়ে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ১০০। চলতি সপ্তা

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে
কুড়িগ্রামের চিলমারীতে তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রির ঘরে। এতে বিপাকে পড়ছেন ছিন্নমূল মানুষ, জবুথবু হয়ে পড়েছে তাদের জনজীবন। ঘন কুয়াশায় দূরপাল্লার যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।  আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, বুধবার (২৪ ডিসেম্বর) জেলায় সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।   সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, গতকয়েক দিন থেকে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে এই অঞ্চলে। ফলে শ্রমজীবী ও ছিন্নমূল যারা রয়েছেন তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। এদিকে এই শীতে শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।  উপজেলার রমনা ইউনিয়নের মাজেদুল ইসলাম বলেন, ‘যে পরিমাণ কুয়াশা আর ঠান্ডা, এখন তো কাজকামে ঠিক ভাবে যাওয়া যায় না৷’  অটোচালক রহিম মিয়া বলেন, ‘ভোর বের হইছি কিন্তু কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে সমস্যা হয়৷ আর এমন ঠান্ডায় যাত্রীও পাওয়া যায় না।’  এ বিষয়ে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ১০০। চলতি সপ্তাহে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow