শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা ১১ ডিগ্রি

2 months ago 40

উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার নদী-তীরবর্তী চরাঞ্চলের মানুষ। সকাল থেকে সূর্যের দেখা না পাওয়া আর বৃষ্টির মতো কুয়াশা পড়ার কারণে এ জেলায় সব থেকে বেশি কষ্টে পড়েছেন ছিন্নমূল মানুষজন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জেলার চিলমারী নৌবন্দর ও যাত্রাপুর নৌঘাটে সকাল ৮টার নৌকাগুলো দুপুর ১২টার আগে ছাড়বে না বলে জানিয়েছে নৌ-মালিকরা।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, আজ শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের হিম বাতাস বইতে থাকায় ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে। এর ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, শীতের জন্য নতুন করে ১ লাখ ১৫ হাজার কম্বলের জন্য চাহিদা পাঠানো হয়েছে। সাধারণত ৬৫ থেকে ৭০ হাজার বরাদ্দ থাকে প্রতি বছর। চলতি শীত মৌসুমে ৯ উপজেলার জন্য ১৮০০ কম্বল ও গরম পোশাক কেনার জন্য ২৭ লাখ টাকা বণ্টন করা হয়েছে।

Read Entire Article