শীতের ছড়া: রসের হাঁড়ি
রাকিবুল ইসলাম রাহান শীতকালে খোকা দেখে খেজুর রসের হাঁড়ি,বাবা আনেন সবার আগে ভোরে গিয়ে বাড়ি। খোকা দেখে গাছের পাতাহলুদ হয়ে ঝরে,ঠান্ডা হাওয়া শনশনিয়েউঠোনজুড়ে ঘোরে। রোদ উঠেছে ওই গগনে সবার মুখে হাসি,শীতের দিনে রোদ পোহাতে সবাই ভালোবাসি। দাদুর সাথে গল্প শুনিআগুনটা পোহাতে,গরম জলে স্নান করি লেপটা মুড়ি রাতে। এসইউ
রাকিবুল ইসলাম রাহান
শীতকালে খোকা দেখে
খেজুর রসের হাঁড়ি,
বাবা আনেন সবার আগে
ভোরে গিয়ে বাড়ি।
খোকা দেখে গাছের পাতা
হলুদ হয়ে ঝরে,
ঠান্ডা হাওয়া শনশনিয়ে
উঠোনজুড়ে ঘোরে।
রোদ উঠেছে ওই গগনে
সবার মুখে হাসি,
শীতের দিনে রোদ পোহাতে
সবাই ভালোবাসি।
দাদুর সাথে গল্প শুনি
আগুনটা পোহাতে,
গরম জলে স্নান করি
লেপটা মুড়ি রাতে।
এসইউ
What's Your Reaction?