গত তিনদিন থেকে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত। সর্বোচ্চ তাপমাত্রা যেমন বেড়েছে, সর্বনিম্ন তাপমাত্রাও ১১ ডিগ্রির ঘরে রয়েছে। এই অবস্থা থাকতে পারে আগামীকাল মঙ্গলবারেও। আগামী বুধবার থেকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।
তবে ভারী শীতের জন্য অপেক্ষা করতে হবে এই মাসের শেষের দিকে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, এই বছর এই সময়ে তাপমাত্রা বৃদ্ধি কিছুটা ব্যতিক্রম মনে হচ্ছে। সেই জন্য শীতও কম। আগামী বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমলেও তেমন শীত পড়ার সম্ভাবনা নেই। তবে শেষ ১০ দিন ভারী শীত পড়তে পারে।
আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/এমআরএম/জেআইএম