শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও কেন এত সাধারণ ঈশিতা?

তিনি দেশের শোবিজ অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। সেই ছোটবেলা থেকেই দর্শকপ্রিয়তা যার নিত্যসঙ্গী। শুধু অভিনয় বা গানেই সীমাবদ্ধ নন, ব্যক্তিজীবনেও তিনি দেশের অন্যতম শীর্ষ প্রভাবশালী পরিবারের সদস্য। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী তিনি। অথচ এত প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝে থেকেও রুমানা রশীদ ঈশিতা বরাবরই নিজেকে রেখেছেন প্রচারবিমুখ আর সাধারণ। কিন্তু কেন? কেন আভিজাত্যের চাকচিক্য তাকে টানে না? সম্প্রতি একটি পডকাস্টে নিজের এই সাদামাটা জীবনযাপন ও দর্শনের পেছনের কারণ জানিয়েছেন তিনি। ঈশিতা জানান, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনোই খুব একটা টানেনি। এমনকি মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও তিনি সেটিকে মাথায় চড়তে দেননি। জীবনের অনিশ্চয়তা নিয়ে নিজের গভীর উপলব্ধির কথা তুলে ধরে ঈশিতা বলেন, ‘মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন যার ৪০ বছরের সাফল্য আছে, তিনি নিজেও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।’ তিনি আরও বলেন, ‘মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তবে ধন-সম্পদ নি

শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও কেন এত সাধারণ ঈশিতা?

তিনি দেশের শোবিজ অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। সেই ছোটবেলা থেকেই দর্শকপ্রিয়তা যার নিত্যসঙ্গী। শুধু অভিনয় বা গানেই সীমাবদ্ধ নন, ব্যক্তিজীবনেও তিনি দেশের অন্যতম শীর্ষ প্রভাবশালী পরিবারের সদস্য। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী তিনি। অথচ এত প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝে থেকেও রুমানা রশীদ ঈশিতা বরাবরই নিজেকে রেখেছেন প্রচারবিমুখ আর সাধারণ।

কিন্তু কেন? কেন আভিজাত্যের চাকচিক্য তাকে টানে না? সম্প্রতি একটি পডকাস্টে নিজের এই সাদামাটা জীবনযাপন ও দর্শনের পেছনের কারণ জানিয়েছেন তিনি।

ঈশিতা জানান, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনোই খুব একটা টানেনি। এমনকি মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও তিনি সেটিকে মাথায় চড়তে দেননি।

জীবনের অনিশ্চয়তা নিয়ে নিজের গভীর উপলব্ধির কথা তুলে ধরে ঈশিতা বলেন, ‘মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন যার ৪০ বছরের সাফল্য আছে, তিনি নিজেও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।’

তিনি আরও বলেন, ‘মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তবে ধন-সম্পদ নিয়ে আসলে আমার মনে হয় এত স্বস্তিবোধ করার বা উত্তেজিত হওয়ার কিছু নেই।’

সবকিছু হারিয়ে যাওয়ার ভয় বা অনিশ্চয়তাকে জীবনের ধ্রুব সত্য মনে করেন এই অভিনেত্রী। তার মতে, ‘কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালাই জানেন। তাই প্রাচুর্য নিয়ে খুব বেশি স্বস্তিবোধ করার কোনো মানে হয় না।’

নিজেকে ‘অতি সাধারণ’ মানুষ উল্লেখ করে তিনি অকপটে স্বীকার করেন, ‘আমার অবশ্যই ভুল আছে। কারণ আমি অতি সাধারণ একজন মানুষ।’

দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কহীন থাকা এবং আভিজাত্যের মোহে পা না দেওয়া ঈশিতা তার এই বিনয় ও জীবনবোধের কারণে আজও ভক্তদের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow