শীর্ষ সন্ত্রাসী ইলিয়াসের বাসায় সেনাবাহিনীর হানা
মুন্সীগঞ্জের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ইলিয়াস ভূঁইয়ার বাড়ি থেকে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিট নাগাদ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণ পাড়া থেকে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা এ কার্তুজ উদ্ধার করেন।
ইলিয়াস ভূঁইয়ার নামে মুন্সীগঞ্জ সদর থানায় ৮টি বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণপাড়া এলাকায় তল্লাশি অভিযান চালায়। সহিংসতা ও নাশকতাকারী চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বসত বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ত
মুন্সীগঞ্জের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ইলিয়াস ভূঁইয়ার বাড়ি থেকে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিট নাগাদ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণ পাড়া থেকে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা এ কার্তুজ উদ্ধার করেন।
ইলিয়াস ভূঁইয়ার নামে মুন্সীগঞ্জ সদর থানায় ৮টি বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণপাড়া এলাকায় তল্লাশি অভিযান চালায়। সহিংসতা ও নাশকতাকারী চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বসত বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে ইলিয়াস ভূঁইয়া যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
উদ্ধার কার্তুজ মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।