শুক্রবার গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

2 hours ago 2

জিটিসিএলের আমিনবাজার সিজিএস-এ মোডিফিকেশন কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) সাভারসহ রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস জানায়, শুক্রবার দিনগত রাত ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ছয় ঘণ্টা সমগ্র সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এবং ঢাকা মহানগরীর সমগ্র মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারিবাগ, কামরাঙ্গির চর, কেরানীগঞ্জ (খোলামোড়া থেকে কলাতিয়া, হযরতপুর পর্যন্ত), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএস/এমআইএইচএস

Read Entire Article