শুটিংয়ে খাবার খেয়ে অসুস্থ ১০০ সদস্য, হাসপাতালে ভর্তি

2 hours ago 2
লাদাখে শুটিং চলাকালীন একটি বলিউড ছবির ইউনিটে ভয়াবহ খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। রোববার রাতে (১৭ আগস্ট) এই ঘটনা ঘটে এবং এর ফলে ১০০ জনের বেশি সদস্যকে লেহ-র হাসপাতালে ভর্তি করতে হয় বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন। চিকিৎসকরা জানান, ‘রোববার রাতে হঠাৎ করে বেশ কয়েকজন ইউনিট সদস্যের পেট ব্যথা, বমি এবং মাথাব্যথা শুরু হয়। পরে দেখা যায় এটি একটি গোষ্ঠীগত খাদ্যে বিষক্রিয়ার ঘটনা।’ শুটিং চলছিল একটি আসন্ন ছবির। শুটিং ইউনিটে প্রায় ৬০০ জন খাবার খেয়েছিলেন বলে জানা গেছে। তৎক্ষণাৎ সবাইকে লেহ-এর সাজল নার্বু মেমোরিয়াল (SNM) হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সব বিভাগের কর্মীদের জরুরি ভিত্তিতে হাসপাতালে মোতায়েন করা হয়। একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশ্লেষণ করে দেখা হবে ঠিক কী কারণে এই বিষক্রিয়া হয়েছে।’ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জরুরি বিভাগের ভিড় সামাল দিতে পুলিশও সহযোগিতা করেছে যাতে আতঙ্ক না ছড়ায়। চিকিৎসকদের মতে, এখন সবাই স্থিতিশীল অবস্থায় আছেন এবং অধিকাংশ রোগী চিকিৎসা নিয়ে ছেড়ে গেছেন। এখন পর্যন্ত জানা যায়নি ইউনিটে খাওয়া খাবার ও পানির ধরন কেমন ছিল বা তাতে কোনো দূষণ ছিল কি না। ছবির প্রযোজক বা পরিচালক কে, কিংবা কোনো নামি অভিনেতা এই ঘটনায় অসুস্থ হয়েছেন কিনা – তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনা লেহ-এর মতো সংবেদনশীল অঞ্চলে বড় আকারের শুটিংয়ে নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন তুলেছে। লাদাখ ও বলিউডের সম্পর্ক লাদাখ, যাকে অনেক সময় ‘চাঁদের দেশ’ বলা হয় তার শুকনো ও পাথুরে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, বহু জনপ্রিয় বলিউড ছবির শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই অঞ্চলে শুটিং হওয়া বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে - হকিকত (Haqeeqat) – ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পটভূমিতে তৈরি এই ছবিটি একটি বড় হিট হয়েছিল - থ্রি ইডিয়টস (3 Idiots) - জব তক হ্যায় জান - দিল সে - ভাগ মিলখা ভাগ - লক্ষ্য এক সময় যেসব জায়গা পর্যটকদের জন্য বন্ধ ছিল, যেমন নুব্রা, চাংথাং ও বাটালিক – সেগুলো এখন খোলার পর আরও বেশি শুটিং লোকেশন হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। এই ঘটনাটি বড় পরিসরের শুটিংয়ে খাবার ও স্বাস্থ্যবিধি মানা নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি করেছে। পরীক্ষার রিপোর্ট এলেই বোঝা যাবে দোষ কোথায় ছিল এবং কীভাবে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
Read Entire Article